More

    পটুয়াখালীতে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মহিপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. দ্বীন ইসলাম শুভ নামের এক জামায়াত নেতা। বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। মো. দ্বীন ইসলাম শুভ মহিপুর থানার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমিরের দায়িত্বে ছিলেন।

    পাশাপাশি মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল (অর্থ কমিটি) দায়িত্বও পালন করছিলেন। ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে মো. দ্বীন ইসলাম শুভ উল্লেখ করেন, গত ৫ আগস্টের পর আমি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত হই। তার যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা।

    তবে পরবর্তীতে আমি দলীয় পর্যায় থেকে এমন বার্তা পেয়েছি, যা তার মতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে আন্তরিকতার অভাব প্রকাশ করে। বিষয়টি তার আদর্শ ও নৈতিক অবস্থানের পরিপন্থি হওয়ায় আমি জামায়াতের রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নেই। ভবিষ্যতেও ন্যায় ও সত্যের পক্ষে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

    মহিপুর সদর ইউনিয়ন জামায়াতের আমির মো. তোফাজ্জল সিপাহি বলেন, ৫ আগস্টের পরে অনেকেই জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। শুভ নামের ওই ব্যক্তিও তখন যুক্ত হয়েছে। শুভকে প্রথমে ইউনিয়ন বাইতুল মাল-এর দায়িত্ব দেওয়া হয়।

    পরে তাকে ওয়ার্ডের আমিরের দায়িত্ব দেওয়া হয়। তবে তার দায়িত্ব পালনে একাধিক ত্রুটি ছিল। তিনি কী কারণে পদত্যাগ করেছেন, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপি-জামায়াতের উত্তেজনা

    পটুয়াখালীর বাউফলে নির্বাচনি প্রচার-প্রচারণার শুরুতেই এক স্কুলশিক্ষার্থীকে মারধরের ঘটনায় মুখোমুখি অবস্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি)...