More

    আগামীতে বুক ফুলিয়ে চলতে চাই, কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না।পটুয়াখালী—৪ আসনে মতবিনিময় সভায় ১০ দলীয় জোটের প্রার্থী — ডা: জহির উদ্দিন।

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  ন্যায় ও ইনসাফ ভিত্তিক এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ১১৪ পটুয়াখালী—৪ (কলাপাড়া— রাঙ্গাবালী) আসনে ১০ দলীয় জোট নির্বাচনি ঐক্যের খেলাফত মজলিশ মনোনীত ঘড়ি প্রতিকের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জি: তৌহীদুর রহমান মিলনায়তনে ১০ দলীয় নির্বাচনি ঐক্য এ মতবিনিময় সভার আয়োজন করে।

    সভায় ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ বলেন, তিনি বিজয়ী হলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দখলবাজমুক্ত করার পাশাপাশি গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই।

    এছাড়া পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ ১০ দলীয় জোট ঘোষিত ন্যায় ও ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা হবে বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি যদি স্বচ্ছ না থাকি তাহলে আগামীতে অন্যদের মতো বুক ফুলিয়ে চলতে পারব না। তাই এলাকার উন্নয়নে মানুষের পাশে থেকে কাজ করতে চাই।

    এই মতবিনিময় সভার মাধ্যমে তিনি তার প্রচারণা শুরু করলেন বলেও জানান। মতবিনিময় সভার জামায়াতে ইসলামি কলাপাড়া পৌর শাখার সেক্রেটারি মো. মহিবুল্লাহ, খেলাফত মজলিশ কলাপাড়া শাখার সভাপতি মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী খেলাফত মজলিশের আমীর মোহাম্মদ কবির হুসাইনসহ ১০ দলীয় জোটের নেতা—কমীর্রা উপস্থিত ছিলেন। এছাড়া কলাপাড়ায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কমীর্রা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালের ৬টি আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল...