More

    বিশেষ ক্ষমায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন ৭ জন

    অবশ্যই পরুন

    করোনার কারণে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ ক্ষমায় সাত বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার (৩ মে) বেলা পৌনে ২টা নাগাদ তাদের মুক্তি দেওয়া হয়। যারা মুক্তি পেয়েছেন, তারা লঘু দণ্ডপ্রাপ্ত বলে কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

    বিশেষ ক্ষমায় মুক্তির প্রথম দিনে আজ রবিবার মোট ১০ বন্দির মুক্তির নির্দেশনা আসে। কিন্তু নতুন মামলা সংক্রান্ত জটিলতা থাকায় তিন জনের মুক্তি বিলম্ব হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

    বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘এর আগে কারা কর্তৃপক্ষ ২৪২ জন বন্দিকে মুক্তি দেওয়ার সুপারিশ করে। এদের মধ্যে ৭৩ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন; যারা অন্তত ২০ বছর সাজাভোগ করেছেন। তিন ক্যাটগরিতে সাজা মুক্তির জন্য সুপারিশ করা হয়। যার মধ্যে হাজতি ও লঘু দণ্ডপ্রাপ্তরা রয়েছেন। করোনার কারণে ‍বন্দি মুক্তির এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।’

    উল্লেখ্য, ৬৩৩ জন ধারণ ক্ষমতার বরিশাল কেন্দ্রীয় কারাগারে বর্তমানে এক হাজার ২৯৮ জন বন্দি রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...