More

    বরিশাল-ঢাকা মহাসড়কের পৃথক স্থানে ‍পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও কমপক্ষে ৩ জন আহত হয়েছেন

    অবশ্যই পরুন

    শুক্রবার (০৮ মে) বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমপুর ও গৌরনদী উপজেলার বাটাজোরে পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

    বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল সূত্রে জানাগেছে, বেলা ১২ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ব্যাটারিচালিক অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আলাউদ্দিন ও সালাউদ্দিন নামে দুই যাত্রী গুরুত্বর আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা সালাউদ্দিনে মৃত বলে ঘোষনা করেন। নিহত সালাউদ্দিন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার বাসিন্দা।

    অপরদিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে একটি সিএনজি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ওই গাড়ির চালক রাসেল হাওলাদার, যাত্রী কাওসার আলী ও রিয়াজুল আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রিয়াজুল (২৮) কে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করেন। মৃত রিয়াজুল পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার আব্দুস সালামের ছেলে।

    উভয়ের মৃতদেহ শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওয়ার্ড মাষ্টার আবুল কালাম।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালী পাঁচ নবজাতক নিয়ে অর্থকষ্টে লামিয়ার পরিবার

    পটুয়াখালীতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন লামিয়া বেগম নামের এক গৃহবধূ। এলাকায় আনন্দের দেখা দিলেও চরম দুশ্চিন্তায় লামিয়ার পরিবার...