More

    ভার্চ্যুয়াল আদালত চালু করায় আইনজীবীদের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রম শুরু হওয়ার প্রতিবাদে এবং আগের মতো ম্যানুয়াল পদ্ধতি চালুর দাবিতে বরিশালে আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেছেন।

    মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় জেলা জজ আদালত চত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেন সাধারণ আইনজীবীরা।

    মিছিলটি আদালতপাড়ার বিভিন্ন সড়ক ঘুরে ফের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় আইনজীবীরা আদালতে ভার্চ্যুয়াল কার্যক্রমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

    এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়ছার সাংবাদিকদের বলেন, ‘বরিশালে ইন্টারনেটের গতি খুবই কম। এছাড়া আইনজীবীদের বড় একটি অংশ প্রবীণ হওয়ায় ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পারদর্শী নয় তারা। এ কারণে অনেক আইনজীবী ভার্চ্যুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম চান না।’

    জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম জানান, ভার্চ্যুয়াল আদালত শুরুর আগে প্রশিক্ষণ ও পূর্ব প্রস্তুতি প্রয়োজন। সেটি না করে হঠাৎ ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম চালু করায় আইনজীবীরা বিপাকে পড়েছেন। এ কারণে তারা বিক্ষোভ মিছিল করেছেন।

    প্রসঙ্গত, বরিশাল জেলা আইনজীবী সমিতিভুক্ত প্রায় এক হাজার একশ’ সদস্য রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...