বরিশাল, ১৯ মে – বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে চারজন পুলিশ সদস্যসহ আরও আটজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। আর এর মধ্যে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১৩ জন। ১৩ জনই বরিশাল মহানগর পুলিশের সদস্য। এর মধ্যে একজন নারী কনস্টেবলও (২২) রয়েছেন। নতুন আক্রান্ত চার পুলিশ সদস্যের মধ্যে তিনজনই কোতওয়ালী মডেল থানায় কর্মরত। বাকি একজন কর্মরত ছিলেন পুলিশ লাইনে।
সোমবার (১৮ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নতুন আক্রান্তদের তথ্য জানানো হয়েছে।