More

    বরিশালে রেশনিং ব্যবস্থা চালু সহ কৃষকের লাভজনক ধানের মূল্যের দাবীতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    সরকারী ত্রান বিতরনে অনিয়ম দূর করাম,পূনাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু, আর্থিক প্রনোদনায় স্বচ্ছতা এবং কৃষকের ধানের লাভ জনক মূল্যের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের ওয়াকার্স পাটি বরিশাল মহানগর ও জেলা কমিটি।

    আজ সোমবার (১৮ই) মে সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মহানগর কমিমিটির উদ্যেগে একর্মসূচি পালিত হয়।

    বরিশাল জেলা ওয়াকার্স পার্টি সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, মহানগর সদস্য জাকির হোসেন,মহানগর ছাত্র মৈত্রী সভাপতি শামিল শাহরুক তমাল,শ্রমীক ফেডারেশন সাধারন সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী ও ছাত্র মৈত্রী জেলা সভাপতি মিন্টু দে প্রমুখ।

    এসময় জেলা ও মানববন্ধনের সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু বলেন আমরা করোনা দূর্যোগকালীন সময়ে সরকারকে একটি সমন্বয় কমিটির করার জন্য আহবান জানিয়ে ছিলাম কিন্তু সরকার পক্ষ থেকে আমাদের সে প্রস্তাব গ্রহন করে নাই। তিনি আরো বলেন আসন্ন বাজেটে পূর্বের ন্যায় গতানুগতিক বাজেট করা হলে আমরা সেই বাজেট গ্রহন করব না।

    এছাড়া সরকারের দেয়া অর্থের প্রনোদনা কারা পাচ্ছেন তাদের নামের তালিকা সরকারের গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে রাখার জন্য আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম গ্রহণ

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামে একই পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে,...