More

    শেবাচিম হাসপাতাল থেকে পালানো করোনা রোগীকে দৌলতখানে উদ্ধার

    অবশ্যই পরুন

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে পালিয়ে যাওয়া করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে ভৌলার দৌলতখান পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে উপজেলার কলাপোপা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

     

    এর আগে শনিবার দুপুরের দিকে ওই রোগী করোনা ওয়ার্ড থেকে পালিয়ে ভৌলার দৗলতখানে নিজ বাড়িতে চলে যান। ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, দুপুর থেকেই করোনা ওয়ার্ডে ওই রোগীকে পাওয়া যাচ্ছিল না। পরে তার সন্ধান চালিয়ে কলাপোপা গ্রামে নিজের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এখন ওই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে।

     

    এর আগে গত ২১ মে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন ওই বৃদ্ধ। ওইদিনই তার নমুনা পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত ২২ মে রাতে পিসিআর ল্যাব থেকে দেওয়া রিপোর্টে ওই বৃদ্ধের রিপোর্ট পজেটিভ আসে। রাতেই করোনা ওয়ার্ডে দায়িত্বরতরা বিষয়টি তাকে অবহিত করেন।

     

    পরের দিন গতকাল শনিবার দুপুরের দিকে ওই রোগীকে করোনা ওয়ার্ডে তার ওষুধ নিয়ে খুঁজতে যান দায়িত্বরতরা। তখন থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পবিপ্রবিতে মিথ্যা অভিযোগে র‌্যাগিং ৩ শিক্ষার্থী বহিষ্কার

    পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) র‌্যাগিংয়ের ঘটনায় তিন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার (২৯...