More

    বরিশালে করোনা পরিস্থিতিতে প্রায় ৪৪ লক্ষ টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে প্রথম থেকেই কাজ করে যাচ্ছে বরিশাল জেলা প্রশাসন।

     

    প্রতিদিন বরিশাল মহানগর এবং জেলার দশ উপজেলায় সচেতনতা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

     

    প্রথম থেকে ২৫ মে পর্যন্ত জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য ২৯৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৪৬২ জন ব্যক্তি ও ৬৫৫ টি প্রতিষ্ঠানকে ৪৩ লক্ষ ৯১ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়।

     

    এছাড়া ৪৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে বিভিন্ন অভিযোগে সীলগালা করা হয় ১২টি প্রতিষ্ঠান।

     

    জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান গণমাধ্যমকে জানায়, করোনার প্রাদুর্ভাব এড়াতে প্রথম থেকেই বরিশাল মহানগরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং দশ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে। আমরা আশা করছি সবাই সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে ঘরে অবস্থান করলে আমরা নিজে বাচবো এবং দেশটাকে বাচাতে পারবো।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার খোকন: রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিজয়ের মাসে চলে গেলেন একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ সদস্য গোলাম...