বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আঃ রব শাহ’র স্ত্রী (৫৫) করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন করলেন বারপাইকা আল-মদিনা যুব ফাউন্ডেশন। সংগঠনটি এ নিয়ে ৬ জন করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাফন কাফন সম্পন্ন করলো। মৃত ব্যক্তি গত ২৫ জুন ইবনে-সিনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন থেকে বুধবার রাতে মৃত্যুবরন করেন। পরে মৃত ব্যক্তিকে দাফনের জন্য আগৈলঝাড়া গ্রামের বাড়ি নিয়ে আসা হয়। সংগঠনের সভাপতি মোঃ নাসির উদ্দিন শাহ’র নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম দাফন কাফন ও জানাযা সম্পন্ন করেন। সদস্যরা হলেন মোঃ নাসির উদ্দিন শাহ, বেলাল আহম্মেদ সলেহি, মিরাজ শাহ, কাইয়ুম শাহ, বশির শাহ, মহিদুল শাহ।