বরিশালের আগৈলঝাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মাদ দৌলাতুন নেছা নাজমার সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে আলোচনা সভায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার জীবনের উপর বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আঃ সাত্তার মোল্লা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু তালুকদারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার ৬জন দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন এবং করোনার কারনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় থেকে উপজেলার বাকাল গ্রামের ইতি মজুমদারকে ২হাজার টাকা মোবাইলের মাধ্যমে প্রদান করা হয়েছে।