More

    আগৈলঝাড়ায় গৈলা শহীদ স্মৃতি ক্লাবে চুরি

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় দিনে দুপুরে ঐহিত্যবাহি গৈলা শহীদ স্মৃতি ক্লাবে চুরি সংগঠিত হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন গৈলা শহীদ স্মৃতি ক্লাবের দরজার তালা ভেঙ্গে চোরের দল একটি সৌর বিদ্যুতের ব্যাটারী, একটি ডিজিটাল মিটার ও দুটি মোবাইল সেট নিয়ে যায়। এঘটনা শুনে তাৎক্ষনিক গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু শহীদ স্মৃতি ক্লাবে চলে আসেন। পরে চুরির ঘটনা থানাকে জানানো হলে এসআই আব্বাস ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, সরকারী শহীদ আঃ রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ মোল্লাসহ প্রমুখ। এঘটনায় গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...