জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধনের পূর্বে আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনার অমিত সরকারের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। ভিডিও কনফারেন্সের পরে উপজেলা পরিষদ চত্তরে ৩শত ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী রাজ কুমার গাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রোজিনা আক্তার, উপজেলা বন কর্মকর্তা মনীন্দ্রনাথ হালদার প্রমুখ।