জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা হাসপাতালের উদ্যোগে ও জেলা প্রশাসনের বাস্তবায়নে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন। পরে উপজেলা হাসপাতাল চত্তরে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সৈকত জয়ধর, মেডিকেল অফিসার ডাঃ জাহেদ হোসেন, এক্স-রে টেকনিশিয়ান পরিমল জয়ধর, বাগান পরিচর্যাকারী শাহিন মৃধাসহ প্রমুখ।