More

    বরিশালে সালিশদার ভাড়া করে নিয়ে শেষ রক্ষা হয়নি মাদক ব্যবসায়ী শাহ্ কামালের!

    অবশ্যই পরুন

    বরিশালের চন্ডিপুরের মাদক ব্যবসায়ী শাহ কামাল পরিবার সহ মাদক সন্ত্রাসী বাহিনী মাদক ব্যবসা করা সহ জনৈক এলাকার নজরুল মিয়াকে কুপিয়ে আহত করার ঘটনা থেকে শালিস-মিমাংশায় রক্ষা পাওয়ার জন্য পাশ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতাদের নিয়েও তার শেষ রক্ষা হয়নি।

    নিজ ইউনিয়ন ও পাশ্ববর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ এলাকাবাসীর উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ কার্যলয়ে শাহ কামালকে এলাকায় মাদক ব্যবসা বন্ধ করার অঙ্গিকার করা সহ নজরুল মিয়াকে কুপিয়ে আহত করার চিকিৎসা বাবদ বিশ হাজার টাকা জরিমানা করার রায় দেন শাহ কামালের পক্ষে যাওয়া রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবীবুর রহমান খোকন ও স্থানীয় জাগুয়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আলম চৌধুরী সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

    ঘটনার বিবরনে জানা গেছে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় সহ উক্ত এলাকায় বহিস্কৃত ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও ৩নং ইউপি সদস্য জামালের ছত্রছায়ায় ইয়াব,গাঁজা ও মাদকসেবনের আখড়ায় পরিনত করেছে শাহ কামাল ও তার স্ত্রী পারভীন বেগম সহ একদল মাদক ব্যবসায়ী গ্র“প।

    এলাকার সাধারন মানুষ উক্ত এলাকার স্কুলের সাধারন ছেলে-মেয়েদের সুষ্ট শিক্ষার পরিবেশ সহ এলাকাটিকে মাদকমুক্ত করা সহ শান্তি বজায় রাখার জন্য স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

    ইতি মধ্যে মাদক বিক্রির করার জন্য শাহ কামাল গ্র“প সবুর ও তার বন্ধুদের প্রস্তাব দেয় এতে রাজি না হওয়ায় এবং মাদক ব্যবসার কথা প্রশাসনকে জানিয়ে দিতে পারে এই আশংকার জেড় ধরে গত ৫ই আগস্ট স্কুল মাঠে ফুটবল খেলায় ল্যাং মারার ইস্যুকে পুজি করে মাদক ব্যবসায়ী শাহ কামালের মাদক ব্যবসায়ী গ্র“প সদস্যরা মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ম বাজারে বসে রাতে সবুরের পিতা নজরুলের উপর দেশীয়-অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালিয়ে মারধর ও কুপিয়ে আহত করে।

    এক প্রর্যায়ে সবুর সংবাদ পেয়ে বাবাকে রক্ষা করতে এসে নিজেও ওই মাদক সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়।

    পরবর্তীতে স্থানীয় বাজারের লোকজন এগিয়ে এসে নজরুল মিয়াকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    এঘটনার সংবাদ পেয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম পিপিএম এলাকা পরিদর্শন করে এবং হামলার ঘটনার বিস্তারিত শুনে আহত পরিবারকে থানায় আইনের আশ্রয় মামলা করার নির্দেশ দেন।

    এলাকায় পুলিশী ঝামেলা ও মামলা- মোকর্দমা করার মাধ্যমে এলাকার পরিবেশ সুস্থ রাখার জন্য এব্যাপারে স্থানীয় সমাজসেবক ফরহাদ হাওলাদার এগিয়ে এসে একটি সুষ্ট সমাধানের জন্য শালিস-মিমাংসার পরিবেশ তৈরী করেন।

    অপরদিকে মাদক ব্যবসায়ী শাহ কামাল শালিস মিমাংশায় নিজেকে রক্ষা করার জন্য পাশ্ববর্তী রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান খোকন,আওয়ামীলীগ নেতা শাহরিয়ার বাবু,ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত,জাকির মেম্বার ও হাফিজুর রহমানকে নিয়ে ১০ই আগস্ট জাগুয়া ইউপি কার্যলয়ে সালিশতে নেয়া হয় সেখানে সকল ঘটনার বিবরন শুনে কামালের পক্ষে যাওয়া ইউপি চেয়ারম্যান খোকন সহ আওয়ামীলীগ নেতা বাবু,ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত কামালকে বিশ হাজার টাকা জরিমানা করা সহ আওয়ামীলীগের নাম ব্যবহার করে মাদক ব্যবসা থেকে বিরত থাকার নির্দেশের মাধ্যমে একটি সুষ্ট সমাধান ও সংঘাত থেকে দু’পক্ষকে বিরত করার দৃষ্টান্ত স্থাপন করেন।

    এব্যাপারে রায়পাশা-কড়াপুর ইউপি চেয়ারম্যান হাবীবুর রহমান খোকনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, আমাকে সালিশেতে নেয়া হয়েছে ঠিকই কিন্তু তা বলে একটি অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না।

    সালিশেতে অন্যায়কে প্রশ্রয় দিলে মানুষ সামনে কোন সালিশদার প্রতি বিশ্বাষ থাকবে না। আমি চেষ্টা করেছি উক্ত এলাকার চেয়ারম্যান মোস্তাকের সামনে সুষ্ট সমাধান করে দিয়ে এলাকার পরিবেশ যেন শান্ত থাকে এটাই ছিল আমার লক্ষ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আশুলিয়ায় ভাড়া বাড়িতে স্বামী-স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার

    আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে স্বামী, স্ত্রী ও কন্যাসহ একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে...