বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৫আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকালে দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ শেষে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন এর সভাপতিত্বে শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা কৃষি কর্মকর্তা মো.নাসির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন। অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৮টায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ শেষে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামীলীগ নেতা আ.সাত্তার মোল্লা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, শফিকুল ইসলাম টিটু প্রমুখ। সকল শহীদদের স্মরনে জোহর বাদ উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া-মোনাজাত ও মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভা ও হাসপাতাল জামে মসজিদে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।