More

    আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের বুলু ফকিরের ছেলে সবুজ ফকির ও একই গ্রামের সামচুল হকের ছেলে মাদক ব্যবসায়ী সাইরুল ইসলাম রনিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার রাতে মধ্য বাকাল থেকে এসআই সুশান্ত কুমার গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা ও ২শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-১১(২০-৮-২০২০)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এসআই সুশান্ত কুমার বলেন, মাদক বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিয়ম না মেনে ভাড়া বাড়িতে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

    বরিশালে নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। নেই স্থায়ী ক্যাম্পাস, ভাড়া বাড়িতে চলছে সকল কার্যক্রম। এরইমধ্যে একটি বেসরকারি...