More

    সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে:বিএমপি কমিশনার

    অবশ্যই পরুন

    বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) বলেছেন, ‘জনসম্পৃক্ততা আরও বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

    এর মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব মর্মে আশাব্যক্ত করে বিএমপি কমিশনার বলেছেন, ‘স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক হয়ে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চাই।

    রোববার (৪ অক্টোবর) সকালে মহানগরীর বন্দর থানা কর্তৃক আয়োজিত ‘ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি’র বক্তৃতায় বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ কথা বলেছেন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ‘যে কোন অভিযোগ এবং অনিয়মের তথ্য পর্যায়ক্রমে আমাদের জানাবেন। আমরা পর্যায়ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

    ‘ওপেজ হাউজ ডে’তে আরও উপস্থিত ছিলেন বিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোকতার হোসেন- পিপিএম (সেবা), দখিনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাকারিয়া রহমান প্রমুখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দীপু চন্দ্র দাসকে বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

    সুমন দেবনাথ :  ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা ও মরদেহ...