বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগ নেতা ও কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক একাধিকবার সভাপতি মোঃ কামাল হোসেন মোল্লা (৫১) দীর্ঘ দিন যাবত লিভার রোগে আক্রান্ত হয়ে ভূগছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। তিনি ও তার পরিবার সকলে দোয়া কামনা করেছেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, র্দীঘ কয়েক বছর যাবত লিভার রোগে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। কোন পরিবর্তন না হওয়ায় বাংলাদেশের ডাক্তারদের পরামর্শে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পিয়ারলেস হসপিটেক্স হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে গ্যাস্ট্রোএন্টোলজি বিভাগের ডাক্তার সৌভ্যসুচি রায়ের তত্বাবধায়ে চিকিৎসা ব্যবস্থা গ্রহন করেন। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে র্দীঘ ৮ মাসের অধিক সময় ভারতে যেতে না পারায় তার চিকিৎসা সেবা ব্যহৃত হচ্ছে। ফলে গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়ি উপজেলার কটকস্থল গ্রামের বাড়িতে শষ্যাশায়ী। তার অসুস্থতার খবর শুনে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ দেখতে যান এবং শারীক অবস্থার খোঁজ খবর নেন।