সচেতন, সংগঠিত সোচ্চার জনগোষ্ঠিই গনতন্ত্রের রক্ষাকবচ শ্লোগানকে ধারন করে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) গৌরনদী উপজেলা ও পৌর কমিটি, গৌরনদী উপজেলা প্রেসক্লাব, এইড, সিসিডিবি ও জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাষ্টান্ডে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সু-শাসনের জন্য নাগরিক (সুজন) গৌরনদী উপজেলা সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, এইড’র নির্বাহী পরিচালক ও সুজনের গৌরনদী উপজেলা কমিটির সাধারন সম্পাদক প্রেমানন্দ ঘরামী, গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জামাল উদ্দিন, মাইনরিটি রাইটস্ ফোরামের গৌরনদী পৌর কমিটির সভাপতি চক্রবর্তী নিতাই লাল, সিসিডিবির কর্মসূচী কর্মকর্তা সরকার ফিলিফ, নারী নেত্রী মাধবী রানী দাস, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বদরুজ্জামান সবুজ, উপজেলা প্রেসক্লাবের সহ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি ও সুজনের পৌর সভাপতি পলাশ তালুকদার, রিপোটার্স ইউনিটির সম্পাদক এস, এম, মিজান, যুগ্ম সম্পাদক শামীম মীর. প্রথম আলো বন্ধু সভার সভাপতি শ্রীকৃঞ্চ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সুবর্না, জি.এম গ্রুপ অব অর্গানাইজেশনের চেয়ারম্যান কবি ফকরুল আবেদীন তানভীর, ৭১‘র টিভির আগৈলঝাড়া প্রতিনিধি স্বপন কুমার দাস, বাংলা টিভির আগৈলঝাড়া প্রতিনিধি নাজমুল হক রিপন, সাংবাদিক ফারুক হোসেন মোল্লা, আরেফীন রিয়াদ, সৌরভ হোসেন, রনি মোল্লা, এইচ,এম, লিজন প্রমূখ।