More

    উজিরপুরের আটিপাড়ায় কুখ্যাত সন্ত্রাসী নেছার সরদারের অস্ত্র মহড়া

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে রাতের আঁধারে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে মূর্তিমান আতঙ্ক কুখ্যাত সন্ত্রাসী নেছার সরদার। এ ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত তাকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হলে হত্যাসহ বড় ধরনের দুর্ঘটনার আশংকায় স্থানীয়রা।

    একটি সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে বখাটে সন্ত্রাসী নেছার উদ্দিন সরদার(২৬) এর বিরুদ্ধে রয়েছে মাদকসহ বিভিন্ন অপরাধের একাধিক অভিযোগ। কতিপয় ব্যবসায়ী কিছুদিন পূর্বে নেছার সরদারকে আটিপাড়ার বিভিন্ন সড়কে রাতের আঁধারে বিশাল আকারের ধারালো রামদা নিয়ে মহড়া দিতে দেখে গোপনে তার ছবি মোবাইল ফোনে ধারণ করেন।

    এরপর মুখোশধারী সন্ত্রাসীর আসল পরিচয় বের হতে শুরু হয়। অস্ত্র মহড়ার সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে চরম আতঙ্কিত হয়ে ওঠেন স্থানীয়রা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, কুখ্যাত সন্ত্রাসী অস্ত্রধারী নেছার সরদার এলাকায় মাদক, চুরি, ডাকাতি, জুয়া, নারী কেলেঙ্কারীসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

    ইতিপূর্বে একই গ্রামের আনোয়ার সরদারের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল রানা(২৮)কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে মোটর সাইকেল ভাংচুর করে হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং নগদ দেড় লক্ষাধিক টাকা ছিনতাইসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছিল। সে ঘটনায় ৩০ অক্টোবর ভুক্তভোগী সোহেল রানা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী নেছার সরদারকে আসামী করে মামলা দায়ের করেন।

    অস্ত্রধারী সন্ত্রাসী নেছার সরদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিত করতে মণ্ডপে মণ্ডপে ওসি মোঃ ফখরুল ইসলাম!

    মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে মেহেন্দিগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে...