More

    গৌরনদীতে ইতালি আ’লীগের সাংগঠনিক সম্পাদক মন্টু মোল্লা’র দাফন সম্পন্ন

    অবশ্যই পরুন

    বাংলাদেশ আওয়ামী লীগের ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি ও গৌরনদী উপজেলার পশ্চিম বাউরগাতী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মোঃ কামরুল আহসান মন্টু মোল্লার নামাজে জানাযার শেষে গতকাল মঙ্গলবার বিকেলে দাফন করা হয়েছে।
    জানাযার নামাজ আদায় করেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচ এম জয়নাল আবেদীন, গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, বার্থী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক কামরুল ইসলাম দিলীপ, বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান, মরহুমের ছোট ভাই বাউরগাতী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলম মোল্লা ও সোহাগ মোল্লাসহ গৌরনদী উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বাউরগাতী গ্রামের সর্বস্থরের জনসাধারন।
    পারিবারিক সূত্রে জানা গেছে, মোঃ কামরুল আহসান মন্টু মোল্ল দীর্ঘদিন যাবত ইতালিতে বসবাস করে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আওয়ামী লীগ দলের রাজনীতিতে জড়িত ছিলেন।
    গত মাসের ২৮ অক্টোবর ইতালিতে বসবাসরত অবস্থায় কোভিট-১৯ আক্রান্ত হয়ে মারা যান এই ব্যবসায়ী প্রবাসী। বিগত ২১ দিনপর মঙ্গলবার দুপুরে তার লাশ উপজেলার উপজেলার পশ্চিম বাউরগাতী নিজ গ্রামে নিয়ে আসা হয়। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। এ সময় তিনি দুই স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ ভাই-বোনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...