More

    বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

    অবশ্যই পরুন

    বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। রবিবার দুপুরে নগরীর পূর্ব কাউনিয়া মহাশ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

     

    ওসি আজিমুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমান জালনোটসহ একটি চক্র কাউনিয়া মহাশ্মশান এলাকায় অবস্থান করছে।

     

    এমন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি) মাসুদ রানার নেতৃত্বে তিনিসহ থানার ওসি (তদন্ত) ছগির আহম্মেদ, ওসি (অপারেশন) লোকমান হোসেন, এসআই মেহেদি, এসআই জসিম, এএসআই সাইফুল-১, এএসআই জিয়া ও এএসআই জসিম ওই এলাকায় অভিযান চালান।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...