More

    বরিশালে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিলো দুর্বৃত্তরা

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর কলেজ এভিনিউ এলাকায় বিকাশ ও ফ্লাক্সিলোড ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা এসময় দোকানে থাকা নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

    গত মঙ্গলবার ১২ জানুয়ারি দুপুর সোয়া একটায় কলেজ এভিনিউ তার প্রতিষ্ঠিত নুসরা টেলিকমের সামনে এ ঘটনা ঘটে।আহত ব্যবসায়ী কাজল তালুকদার ওই এলাকার মৃত মতিউর রহমান তালুকদারের ছেলে এবং একজন ব্যবসায়ী।বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হামলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কাজলের মাথার পিছনের অংশে কুপিয়ে রক্তাক্ত করে এবং ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে ভেঙ্গে দেয়।

    আহতের ভাই মাসুদ জানান,গত মঙ্গলবার সকাল ১১ টার দিকে নুসরা টেলিকমের সামনে এক তরকারি ব্যবসায়ীর উপরে তুচ্ছ বিষয় নিয়ে একদল সন্ত্রাসী হাতাহাতি হয় এক পর্যায়ে ব্যবসায়ীকে চড় থাপ্পড় মারা হয়।

    এসময় উপস্থিত মাসুদ সামনে পড়লে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেখানেও সন্ত্রাসীরা মাসুদের উপর চড়াও হয়ে হামলা চালিয়ে পালিয়েছে।

    হামলার জের ধরে ঠিক দুপুর সোয়া একটায় ফের সন্ত্রাসীরা অতর্কিতভাবে মাসুদের ভাই কাজলকে তার টেলিকম দোকান থেকে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় মাথার পিছনের অংশে কুপিয়ে আহত করে। পাশাপাশি তার ডান পায়ে লোহার রড দিয়ে আঘাত করে পা ভেঙে দেয়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। পরে কাজলের পা ভেঙ্গে গেলে তাৎক্ষণিক হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান করা হয়।

    তবে অবস্থার অবনতি হলে যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা যেতে পারে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নির্যাতনে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ, শাশুড়ি-ননদ-দেবর পলাতক

    বরিশালের মুলাদীতে নির্যাতনে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর শাশুড়ি, ননদ, ও দুই দেবর পলাতক রয়েছেন। মঙ্গলবার (১৬...