More

    ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে ৩টি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ জানুয়ারি) নগরীর বিসিক শিল্প নগরী ও মেডিক্যাল কলেজ রোড এলাকার তিনটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং ফার্মেসিতে বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুত রাখার কারণে এসব জরিমানা করা হয়।
    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. সেলিমের নেতৃত্বে এবং র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
    অভিযানে বিসিক শিল্প নগরীর ‘পিজি ফুড অ্যান্ড ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ’ এর মালিক শারমীন সুলতানাকে ২০ হাজার টাকা, মেডিকেল কলেজ রোডের ‘ইমপ্রেস ফার্মা’র মালিক মো. জহিরুল ইসলামকে ৫ হাজার টাকা ও হাওলাদার মেডিকেল হল এর মালিক মো. রেজাউল হককে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত মোহাম্মদ সেলিম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী তিনটি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

    বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত...