More

    সড়ক দুর্ঘটনা কলাপাড়ায় টমটম উল্টে গাছ চাপায় পুত্র নিহত, পিতা আহত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২০ জানুয়ারি।। পটুয়াখালীর
    কলাপাড়ার মহিপুর থানার নিজশিববাড়িয়া গ্রামে গাছ বোঝাই
    টমটম উল্টে নিচে চাপা পড়ে বাবুল (১১) নামের এক স্কুল ছাত্র
    ঘটনাস্থলেই নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে টমটম চালক
    পিতা রুহুল আমিন। তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    দূর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে গেছে। বুধবার বেলা সাড়ে ১১টায় এ
    দূর্ঘটনা ঘটে। মহিপুর থানার এস আই মো. সাইদুর রহমান জানান,
    মোয়াজ্জেমপুরের নিজ বাসা থেকে নিজস্ব টমটম বোঝাই করে চাম্বল
    গাছ নিয়ে আমতলা গ্রামে স-মিলে বাবার সাথে যাচ্ছিলো বাবুল।
    টমটমের সামনের বাম পাশে রডের উপর বসা ছিলো বাবুল। টমটমটি
    নিজশিববাড়িয়া রাস্তার উপর গর্তে বাম পাশের চাকা কাত হয়ে পড়লে

    উপর থেকে গাছ নিচে পড়ে যায়। এতে টমটমটি উল্টে গেলে গাছের
    নিচে পড়ে বাবুল ঘটনাস্থলেই নিহত হয়। গাছের আঘাতে তার মাথা
    থেঁতলে যায়। আহত হয় তার পিতা। তাকে স্থানীয়রা উদ্ধার করে
    হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মহিপুর থানায় মামলা দায়ের
    হয়েছে। দীর্ঘদিন ধরে এ সড়কটির খানাখন্দে পড়ে একাধিক দূর্ঘটনা
    ঘটছে বলে স্থানীয়রা জানান।
    ##
    অমল মুখার্জী
    কলাপাড়া প্রতিনিধি
    ২০.০১.২০২১

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই তিনটি বসতঘর, অক্ষত কুরআন শরীফ

    বরগুনা প্রতিনিধি : বরগুনা পৌর শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। তবে...