যাত্রা শুরু করলো উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলমের সহধর্মিনী দিলরুবা আলমের রান্নার রেসিপি,ছাদ কৃষি সহ নানা রকম পরামর্শ বিষয়ক d.k eyes ইউটিউব চ্যানেল।
বুধবার(২০ জানুয়ারী) আনুষ্ঠানিক ভাবে পদ যাত্রা শুরু করে ইতিমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে এ ইউটিউব চ্যানেলটি।
আজ সোমবার (২৫ জানুয়ারী) সকালে ডিসি পতœী দিলরুবা আলম জানান,দেশে করোনা মহামারীর সময় কিভাবে নিজেকে আতœনির্ভরশীল করা যায় এ প্রচেষ্টায় সবাইকে আগ্রহী করে তুলতে অবসর সময়কে সঠিক ভাবে কাজে লাগিয়ে নিজেকে সু প্রতিষ্ঠিত করতে এ চ্যানেলে রান্নার রেসিপি, ছাদ কৃষি,ফুল বাগান,কৃষি বিষয়ক নানা পরামর্শ ও রুপ চর্চা বিষয়ক প্রামান্য চিত্র,টিপস এবং ভিডিও আপলোড করা হবে।
এখানে সহজ বোধ্য ভাষায় অত্যন্ত সুন্দর ভাবে বিভিন্ন বিষয়ে উপস্থাপন করা হবে।চ্যানেলটিকে প্রাবন্ত করে তুলতে দর্শকদের জন্য থাকছে তাদের চাহিদা মত নানা রকম টিপস। যাতে সবাই তাদের নিজ মতামত প্রকাশ করতে পারবেন।
প্রতিদিন ইন্টারনেট ব্যবহারকারীরা নতুন কিছু জানার জন্য, বিনোদনের জন্য, কেউ বা নিছকই সময় কাটানোর জন্য একবার হলেও ইউটিুবে ঢুঁ মেরে থাকেন।
ডিসি পতœী দিলরুবা আলম আরও জানান,যেকোনো বিষয় নিয়ে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করা মানেই এখন ইউটিউবে সে সময়ের একটা অংশ দেওয়া। একাডেমিক বিষয়সহ যেকোনো ধরনের নিত্যনৈমিত্তিক কাজ শেখার ক্ষেত্রেও ইউটিউব এখন ব্যক্তিগত শিক্ষকের ভূমিকা নিষ্ঠার সাথে পালন করছে। পরিস্থিতি বর্তমানে এমন দাঁড়িয়েছে যে “যার কেউ নেই, তার ইউটিউব আছে।
ইউটিউবে থাকা অসংখ্য শিক্ষামূলক চ্যানেলগুলোর মধ্যে যেগুলো প্রতিনিয়ত মানসম্পন্ন কন্টেন্ট প্রকাশ করছে, সেই সাথে কন্টেন্টের বৈচিত্য ও সংখ্যার প্রাচুর্য এবং আলোচিত বিষয়ের ওপর ব্যতিক্রমী; আকর্ষণীয় উপস্থাপনার ফলে উক্ত বিষয় নিয়ে সাধারন দর্শকরা দিন দিন ভালো ধারণা নিতে সক্ষম হচ্ছেন।তাই আমি আশা করছি আমার কন্টেন্ট গুলো সকলের ভাল লাগবে। আমাকে উৎসাহ প্রদানের জন্য আমার চ্যানেলে নিচে প্রদত্ত লিংকে নিয়মিত ভিজিট করে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি।