More

    আগৈলঝাড়ায় কীর্তন ও পূজা উদযাপন কমিটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলায় কীর্তন ও পূজা উদযাপন কমিটি গঠন করা
    হয়েছে। শনিবার রাতে গৈলা বাজারের হরিমন্দিরের সামনে গৈলায় কীর্তন ও
    পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কর্মকারের সভাপতিত্বে আলোচনা
    সভায় বক্তব্য রাখেন, কীর্তন ও পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সমীর ভদ্র,
    বিবেক কর্মকার, স্বপন মন্ডল, রঙ্গলাল কর্মকার, তরনী পাল, কমিটি সদস্য সত্য
    মন্ডল, সুনীল দাস, গোপাল শীল, মহিত লাল মন্টুসহ প্রমুখ। পূর্বের কমিটি
    তাদের আয়-ব্যয়ের হিসাব দিয়ে ২০২০সালের কমিটি ভেঙ্গে দেয়। পরে
    সর্বসম্মিতক্রমে পূনরায় সুশান্ত কর্মকারকে সভাপতি ও কাজল দাশ গুপ্তকে
    সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকারী কমিটি গঠন করা
    হয়েছে।

    এস এম শামীম
    আগৈলঝাড়া, বরিশাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজা এলাকায় চলন্ত একটি বিআরটিসি বাসে ভয়াবহ...