More

    ঢাকায় বাসের ধাক্কায় বরিশালের ফয়সাল নিহত

    অবশ্যই পরুন

    রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ফয়সাল (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

    হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই এ কে আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, ‘এ ঘটনায় বাস ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।’

    নিহত শিক্ষার্থীর বাবা ফারুক হোসেন জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ফয়সাল। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢামেকে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    তিনি আরও জানান, ফয়সাল রায়েরবাজার এলাকায় জরিনা সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। তাদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভুতুর দিয়া গ্রামে।

    বর্তমানে হাজারীবাগ বেরিবাঁধ হাশেমের টিনশেড ৭৭/৭৬ নম্বর বাসায় তারা সপরিবারে ভাড়া থাকে। নিহত ফয়সাল তিন ভাই-বোনের মধ্যে তৃতীয়। বাবা পেশায় একজন রিকশাচালক। মা রেহানা বেগম বাসাবাড়িতে কাজ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...