More

    নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ বরিশালের রুবেল গ্রেফতার

    অবশ্যই পরুন

    নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকায় ঢাকাগামী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এসময় রুবেল হোসেন (২৮) নামের এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

    বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সিএনজি এন্ড রিফিউলিং সেন্টারের সামনে তল্লাশিকালে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

    বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম ইদ্দীন পিপিএম জানান, ভোর সাড়ে ৪টায় কাঁচপুর সিএনজি এন্ড রিফিলিং সেন্টারের সামনে থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রুবেল হোসেন বরিশাল জেলার কাজীরহাট থানাধীন আন্দারমানিক এলাকার আনিস মুন্সীর ছেলে। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আঁটি হাউজিং এলাকায় বসবাস করে। প্রাইভেটকার চালিয়ে সে জীবিকা নির্বাহ করে। সে প্রাইভেটকারযোগে যাত্রী পরিবহনের আড়ালে অভিনব পন্থায় ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ফেনসিডিল সরবরাহ করে আসছিল।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত পলাতক আসামির যোগসাজশে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...