More

    বরিশালে কারারক্ষীর বিরুদ্ধে মামলা

    অবশ্যই পরুন

    চেক প্রতারণার অভিযোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী হাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বুধবার জাগরণী চক্র ফাউন্ডেশন বরিশাল অঞ্চল কর্মকর্তা আবুল কালাম আজাদ মামলাটি দায়ের করেন।

    আদালতের বিচারক মো. শামীম আহমেদ মামলাটি আমলে নিয়ে সমন জারির নির্দেশ দেন। মামলায় অভিযুক্ত হাবিবুর রহমান মুন্সীগঞ্জ গজারিয়া পোড়াচক বাউশিয়া এলাকার ফজর আলীর ছেলে। তার কারা আইডি নং-২৭১৬ এবং বিজে ১৯৮০১২২৩৬।

     

    আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ মে হাবিবুর রহমান জমি ক্রয় করতে জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ২৪ মাসে পরিশোধের শর্তে ১ লাখ টাকা ঋণ নেন।

    ঋণ গ্রহণের পর কয়েক কিস্তি পরিশোধ করে হাবিবুর রহমান কিস্তি দেয়া বন্ধ করে দেন। এতে তার কাছে প্রতিষ্ঠানের ৫৫ হাজার ৮৯৯ টাকা পাওনা হয়। ওই টাকা পরিশোধে প্রতিষ্ঠান বিভিন্ন সময় হাবিবুর রহমানকে তলব তাগাদা দেয়।

     

    ২০২০ সালের ২৪ নভেম্বর হাবিবুর রহমান টাকা পরিশোধে ওই পরিমাণ টাকার চেক দেন। একই দিন চেকটি ব্যাংকে জমা দিলে ২ ডিসেম্বর তা ডিসঅনার হয়। এতে ২৩ ডিসেম্বর হাবিবুর রহমানকে আইনি নোটিশ দেন আবুল কালাম আজাদ। নোটিশের কোনো জবাব না দেয়ায় গতকাল মামলাটি দায়ের করলে বিচারক ওই নির্দেশ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে আইনজীবিকে পি’টি’য়ে ও কুপিয়ে জখম

    অনলাইন ডেস্ক:পটুয়াখালীর কুয়াকাটায় আনোয়ার হোসাইন (৪৮) নামে এক আইনজীবীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এতে আনোয়ারের বাম...