বরিশালের আগৈলঝাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই স্কুল শিক্ষকের
পরিবারকে জেলা প্রশাসকের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম এর অফিস
কক্ষে তার উপস্থিতিতে বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন হায়দার এর জিআর
তহবিলের ২০ হাজার টাকা করে অনুদানের চেক নিহত দুই শিক্ষকের স্ত্রী’র হাতে
তুলে দেয়া হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ
সেরনিয়াবাত, শিক্ষা অফিসার নিখিল রঞ্জণ অধিকারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার
মো. মোশাররফ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন
বাবুল, সাধারণ সম্পাদক দীনেশ ঘটক।
প্রসংগত, গত বছর ২৩ ডিসেম্বর উপজেলা শিক্ষা অফিস থেকে নতুন বই
উত্তোলনের পর মোটরসাইকেলযোগে নিজেদের স্কুলে ফিরছিলেন রাংতা সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল সরদার (৫০) ও একই স্কুলের সহকারী শিক্ষক
বাসুদেব বিশ্বাস (৪৫)। পথিমধ্যে আগৈলঝাড়া-রাজিহার সড়কের বাকপাড়া নামক
স্থানে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই
শিক্ষক মৃত্যুবরণ করেন।
এস এম শামীম
আগৈলঝাড়া, বরিশাল।