More

    বাসচাপায় ৭১ টিভির ভিডিও এডিটর নিহতের ঘটনায় হেলপার গ্রেফতার

    অবশ্যই পরুন

    রাজধানীর নর্দায় বেসরকারি ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরের বাসচাপায় নিহতের ঘটনায় হেলপার মোহাম্মদ মাসুমকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

    তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর সে ঝালকাঠি পালিয়ে গিয়েছিল। তবে, বাস চালককে এখনও গ্রেফতার করা যায়নি।’ তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান সুদীপ কুমার চক্রবর্তী।

    গত ২৭ জানুয়ারি বিকালে অফিস শেষে মোটরসাইকেলে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভাই দুলাল সূত্রধর সড়ক পরিবহন আইনে গুলশান থানায় একটি মামলা করেন।

    নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্ৰামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কর্মরত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ​কাঁঠালিয়ায় জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

    কাঁঠালিয়ায় জুলাই বিপ্লবে ন্যায় ও সাহসিকতার প্রতীক শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজন করা হয়েছে দোয়া ও মিলাদ মাহফিল। উক্ত...