More

    পাঁচবিবিতে সাংবাদিকের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

    অবশ্যই পরুন

    জয়পুরহাটের পাঁচবিবিতে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের সংবাদ প্রকাশের জের ধরে একদল সন্ত্রাসী সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশমা পত্রিকার সাংবাদিক বাবুল হোসেনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ঐ সাংবাদিক। ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার বিকেলে।

    অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জানুয়ারী) “পাঁচবিবিতে গার্মেন্টস কর্মীকে ধর্ষনের অভিযোগে ইউপি সদস্যসহ ২জন আটক” শিরোনামে একটি খবর সংবাদ সংস্থা পিবিএ ও দৈনিক দেশ মা পত্রিকাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ায় প্রকাশ পায়। এরই জের ধরে উপজেলার নন্দইল গ্রামের কামরুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২০) সহ অজ্ঞাতনামা ৭/৮জন সন্ত্রানী সাংবাদিক বাবুলের বাড়ীতে যায়। এসময় তিনি বাড়ীতে না থাকায় বাড়ীর মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকিদেয়। পরে তারা ধরঞ্জী বাজারে তার আইপিএম টেলিকম সেন্টার নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করে। আজ শুক্রবার সাংবাদিক বাবুল নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পাঁচবিবি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার নিন্দা জানান এবং অতি সত্তর অপরাধীকে গ্রেফতারের আশ্বাস দেন।

    সাংবাদিক বাবুল হোসেনের বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনায় পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন, নির্বাহী সদস্য প্রদীপ অধিকারী, পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক এস এস শামীম হোসেনসহ সাংবাদিক মহল এ নাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীকে আইনের আওতায় আনার দাবী করেছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আরও ৯৮ বাচ্চার মা হতে চান পরীমণি

    চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কম নয়। বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা তিনি। যদিও কন্যা সন্তান...