More

    রায়গঞ্জ উপজেলা ইউএনও’র বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

    অবশ্যই পরুন

    ক্ষমতা অপব্যবহারের অভিযোগে রায়গঞ্জ উপজেলার ইউএনও ও এসিল্যান্ড সুবির কুমার দাসের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট করা হয়েছে।

    রবিবার (৩১ জানুয়ারি) বগুড়ার শেরপুরের বাসিন্দা তৌহিদুল ইসলাম বিশ্বাসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এ রিট করেন।

    রিট আবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ২ ডিসেম্বর তৌহিদুল ইসলাম বিশ্বাসের ডেইরি ফার্মে এসিল্যান্ড সুবির কুমার দাসের সঙ্গে তৌহিদুলের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাই আহসান হাবিবের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। পরবর্তীতে তৌহিদুলের আরেক ছোট ভাই একটি সরকারি কলেজের শিক্ষক তারিকুল ইসলামের উপস্থিতিতে বিষয়টি মিটমাট হয়ে যায়। কিন্তু ঘটনার ১ ঘণ্টা পর এসিল্যান্ড রায়গঞ্জ থানার ১০ পুলিশ সদস্যকে তৌহিদুলের শেরপুরের বাড়িতে পাঠান। পুলিশ সদস্যরা উক্ত ঘটনা সংক্রান্তে খোঁজ খবর নেন। তারা আহসান হাবিবকে  থানায় গিয়ে এসিল্যান্ডের কাছে আরও একবার ‘স্যরি’ বলতে বলেন।

    ‘পুলিশ ফিরে যাওয়ার সময় তৌহিদুলের ছোট ভাই আরিফুল ইসলামকে থানায় ধরে নিয়ে যায়। পরবর্তীতে উপজেলায় মোবাইল কোর্ট বসিয়ে এসি ল্যান্ড আরিফুলকে ২ মাসের কারাদণ্ড দেন। একইদিন এসি ল্যান্ডের নির্দেশে তৌহিদুলের ভাই তারিকুল ইসলামকে বেদম প্রহার করা হয়। রায়গঞ্জ উপজেলার ইউএনও তার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তারিকুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রংপুর কারমাইকেল কলেজ, পুলিশ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের চিঠি পাঠান। তিনি আরও একটি চিঠি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন এবং সভাপতি বরাবর পাঠান। উক্ত চিঠিতে ইউএনও সুবির কুমার বিশ্বাস তৌহিদুলের ছোট ভাই আহসান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। আবার মোবাইল কোর্টের আদেশের কপি ৫ দিনের মধ্যে সরবরাহ করার বিধান থাকলেও ২৩ দিন পর সে আদেশ দেয়া হয়।’

    রিট আবেদনে আরও বলা হয়েছে, ঘটনার দিন থেকেই তৌহিদুলের পরিবার প্রশাসনিক হুমকির শিকার হচ্ছেন। এ ঘটনার প্রেক্ষাপটে তৌহিদুল জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, জেল প্রশাসক বরাবর আইনি নোটিশ পাঠান। কিন্তু এখনো ইউএনও এবং এসিল্যন্ডের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।

    রিটকারীর আইনজীবী বলেন, কোনও কিছুতে প্রতিকার না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলো। ঘটনা সমূহের বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি তৌহিদুলের পরিবারের নিরাপত্তাও চাওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে আফতাবউদ্দিন কলেজে নবীনবরণ ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকালে পিরোজপুর পৌরসভার একমাত্র...