More

    ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রেল

    অবশ্যই পরুন

    ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেলেন রেল কর্মচারী আমিন বেপারী (৩০)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাউলা এলাকায় এ ঘটনা ঘটে।  তিনি এ সময় রেললাইন মেরামতের কাজ করছিলেন।

    মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কমলাপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান রাইজিংবিডিকে বলেন, সকালে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া মহুয়া এক্সপ্রেসের ধাক্কায় আমিন বেপারী ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

     

    জানা গেছে, আমিন দীর্ঘদিন ধরে রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকালে তিনি কাউলার বনরুপা হাউসিং এলাকায় রেললাইন মেরামতের কাজ করছিলেন। কিন্তু দ্রুতগামী জামালপুর গামী ট্রেনটি তিনি লক্ষ্য করতে না পারায় ধাক্কা লাগে।  এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান...