More

    শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় আজ

    অবশ্যই পরুন

    সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রায় ঘোষণার নির্ধারিত তারিখ আজ।

    বৃহস্পতিবার সকালে এ মামলায় জেল হাজতে থাকা ৩৪ আসামিকে কারাগার থেকে সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম মো. হুমায়ুন কবীরের আদালতে হাজির করা হবে। এ মামলার আসামিরা সাবেক সংসদ সদস্য, পৌর মেয়রসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

    ২০০২ সালের ৩০ আগষ্ট তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরা থেকে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে অন্তত আহত হয় অন্তত ১২ জন। এ ঘটনায় কলারোয়া মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন আদালতে মামলা করেন।

    এছাড়া মামলার ১৬ আসামি এখনও পলাতক। ৩৪ জনের যুক্তিতর্ক শেষে গত ২৭ জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া

    এম এইচ কামাল আকিরগঞ্জ বরিশাল প্রতিনিধি : টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম নামে এক নারী...