More

    গোপনে কারখানার যন্ত্রপাতি বিক্রি করতে গিয়ে বিপাকে মালিকপক্ষ

    অবশ্যই পরুন

    ব‌রিশাল নগরীর রুপাতলী‌তে অব‌স্থিত সোনারগাঁও‌ টেক্সটাই‌ল মি‌লে তালা ঝু‌লি‌য়ে‌ছে শ্রমিকরা। ম‍া‌লিকপক্ষ গোপ‌নে কারখানার যন্ত্রপা‌তি বি‌ক্রি ক‌রে দেওয়ার অভি‌যো‌গে বুধবার (৩ ফেব্রুয়ারি) রা‌তে শ্রমিকরা কারখানার গেইটে বি‌ক্ষোভ ক‌রে।

    সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম প‌রিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, প্রায় ১০ মাস ধ‌রে ক‌রোনার অজুহা‌তে বন্ধ রাখা হ‌য়ে‌ছে সোনারগাঁও টেক্সটাইল মি‌ল। আর এরপর থে‌কে বন্ধ র‌য়ে‌ছে শ্রমিক‌দের ব‌কেয়া বেতন-ভাতাও। এমন‌কী কর্তৃপক্ষ শ্রমিক‌দের খবরও নেয়‌নি। বেতন ভাতার দাবি‌তে এর আগে বি‌ভিন্ন সময় আন্দোলন সংগ্রামও ক‌রে‌ছে তারা। কিন্তু মিল কর্তৃপক্ষ তা‌তে কর্ণপাত ক‌রে‌নি।

    শ্রমিকরা অভিযোগ ক‌রে, বেতন-ভাতা না দি‌য়ে মিল কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপা‌তি গোপ‌নে বি‌ক্রির চেষ্টা ক‌রে। এরই অংশ হি‌সে‌বে বিকা‌লে ক‌য়েকজন ক্রেতা‌কে নি‌য়ে কারখানায় আসে মি‌লের হেড অফিসের ক‌য়েকজন কর্মকর্তা। এরপ‌রে কারখানার নিজস্ব কাভার্ডভ্যা‌নে ব‌বিন, র‌বিন, ক্যানসহ আরও যন্ত্রপা‌তি লোড ক‌রে। বিষয়‌টি জান‌তে পে‌রে শ্রমিকরা কারখানার সাম‌নে অবস্থান নেয়। তারা গেটে তালা ঝুলিয়ে দেয়। প‌রি‌স্থি‌তি উত্তপ্ত দেখ‌তে পে‌য়ে গা‌ড়ি রেখেই সট‌কে প‌ড়ে ক্রেতা ও মিল কর্তৃপক্ষ।

    শ্রমিকরা জানায়, তা‌দের ব‌কেয়া প‌রি‌শোধ না হওয়া পর্যন্ত কোনও মালামাল এখান থে‌কে নি‌তে দেওয়া হ‌বে না। ঘটনাস্থলে থাকা কোতোয়ালী মডেল থানার ‍উপ-পরিদর্শক (এসআই) ‍আসাদুল ‍ইসলাম জানান, আইনশৃঙ্খলা প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রাখ‌তে পু‌লিশ নি‌য়ো‌জিত রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে : চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে...