বরিশাল নগরীর রুপাতলীতে অবস্থিত সোনারগাঁও টেক্সটাইল মিলে তালা ঝুলিয়েছেন শ্রমিকরা। মালিকপক্ষ বেতন-ভাতা না দিয়ে গোপনে যন্ত্রপাতি বিক্রি করার পাঁয়তারা করছে এমন অভিযোগ করেছেন তারা। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে তালা ঝুলিয়ে দিয়ে প্রধান গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।
সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক জানান, প্রায় ১০ মাস ধরে করোনার অজুহাতে বন্ধ রাখা হয়েছে সোনারগাঁও টেক্সটাইল মিল। আর এরপর থেকে বন্ধ রয়েছে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতাও। এমনকি কর্তৃপক্ষ কখনও শ্রমিকদের খবরও নেয়নি। বেতন-ভাতার দাবিতে এর আগে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামও করেছেন তারা, কিন্তু মিল কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেনি।
শ্রমিকরা অভিযোগ করেন, বেতন-ভাতা না দিয়ে মিল কর্তৃপক্ষ কারখানার যন্ত্রপাতি গোপনে বিক্রির পাঁয়তারা করছে। এরই অংশ হিসেবে বিকালে কয়েকজন ক্রেতাকে নিয়ে কারখানায় আসেন মিলের হেড অফিসের কয়েকজন কর্মকর্তা। এরপরে কারখানার নিজস্ব কাভার্ডভ্যানে ববিন, রবিন, ক্যানসহ আরেও নানা যন্ত্রপাতি লোড করে। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে গেট তালাবদ্ধ করে দেন। পরিস্থিতি উত্তপ্ত দেখতে পেয়ে গাড়ি রেখেই সটকে পড়েন ক্রেতা ও মিল কর্তৃপক্ষ।
শ্রমিকরা জানান, তাদের বকেয়া পরিশোধ না হওয়া পর্যন্ত কোনও মালামাল এখান থেকে নিতে দেওয়া হবে না।
ঘটনাস্থলে থাকা কোতয়ালি মডেল থানার এসআই আসাদুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়োজিত রয়েছে।