More

    পাঁচবিবিেত বণিক সমিতির নির্বাচন, জয়ের লক্ষে নতুন প্যানেলের গনসংযোগ

    অবশ্যই পরুন

    আগামী ৬ ফেব্রুয়ারী/২১ পাঁচবিবি বণিক সমিতি ৩ বছরের জন্য নির্বাচনে ২০টি পদে মোট ৪১ জন প্রার্থী। (ভরত-হাবিব) ও (মিজান-নাদিম) ২’টি প্যানেলে প্রতিদ্বন্দীতায় মাঠে নেমেছে প্রার্থীরা ।

    জাতীয় সংসদ নয়, পৌরসভা নয়, নয় কোন ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন ব্যাপকভাবে নির্বাচনী প্রচার-প্রচারা চলছে জয়পুরহাটের পাঁচবিবি বণিক সমিতির নির্বাচন। উন্নয়নের লক্ষ্যে, পরিবর্তনের পক্ষে ” এই স্লোগানকে সামনে রেখে সম্মিলিত ব্যবসায়ী মিজান-নাদিমের নতুন প্যানেল এরই মধ্যে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা ব্যতিক্রমভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন ।
    পাঁচবিবি বাজারের অলি-গলি পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে নতুন প্যানেলের প্রার্থীদের ব্যানার, পোষ্টা ও ফেষ্টনে। আগামী নির্বাচনে জয়ের লক্ষে প্রার্থীরা নিজ দোকানে বেচাঁকেনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন গনসংযোগ ও প্রচার-প্রচারনা।
    নতুন প্যানেলে বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ছাতি মার্কায় মিজানুর রহমান মিজান ,সহ-সভাপতি পদে দেওয়াল ঘড়ি মার্কায় শফিকুল আলম এবং কাপ পিরিচ মার্কায় গোকুল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক পদে মই মার্কায় মোঃ নাদিম মন্ডল , সহ- সাধারণ সম্পাদক পদে সিলিং ফ্যান মার্কায় মো ঃ রাফিউল ইসলাম রুবেল এবং বটগাছ মার্কায় মোঃ তাজুল ইসলাম (তাজু), কোষাধ্যক্ষ পদে বই মার্কায় আব্দুল মাবুদ হোসাইন , দপ্তর সম্পাদক পদে ডাব মার্কায় আরাফাত হোসাইন ,সহ- দপ্তর সম্পাদক পদে চাকা মার্কায় শহীদুল ইসলাম (মাসুম), সমাজসেবা সম্পাদক পদে কোদাল মার্কায় মো ঃ মাসুদ পারভেজ রানা, ক্রিড়া সম্পাদক পদে ক্রিকেট ব্যাট মার্কায় মশিউর রহমান নির্বাচন করছেন ।

    গ্রান্ড ফুড চাইনিজ হোটেলের সত্বাধিকারী অবঃপ্রাপ্ত সমবায় অফিসার তাজ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার এবং আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের মালিক মোঃ জুয়েল হোসেন ও দিশি ফার্মের প্রোপাইটার রাব্বি চৌধুরী পাঁচবিবি বণিক সমিতি নির্বাচনের সহকারি কমিশনারের দ্বায়িত্ব পালন করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সপ্তাহে দুদিন ছুটির সুবিধাসহ ৩৫ হাজার টাকা বেতনে চাকরি

    জাগো ফাউন্ডেশন ট্রাস্ট সম্প্রতি সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে...