More

    আগৈলঝাড়ায় করোনার টিকা নিতে হাসপাতালে উপচে পরা ভিড়

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করোনার টিকা নিতে উপজেলা
    হাসপাতালে উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। গত কয়েকদিনে টিকা কার্যক্রম দেখে
    এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণীর
    লোকজন উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে ভিড় করছেন। যারা টিকা
    নিয়েছেন তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন। উপজেলা
    হাসপাতালে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের ৫দিনে উপজেলা হাসপাতালের
    চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আগৈলঝাড়া
    থানা পুলিশ, শিক্ষক, সরকারী-বেসরকারী চাকুরীজীবিসহ ৩শত ৯১ জন ব্যক্তি
    করোনার টিকা গ্রহন করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারী
    কোভিড-১৯ টিকা কার্যক্রমের ১ম দিনে ১৮ জন, ৮ ফেব্রুয়ারী ২য় দিনে ১৬ জন, ৯
    ফেব্রুয়ারী ৩য় দিনে ৩০ জন, ১০ ফেব্রুয়ারী ৪র্থ দিনে ১০৭ জন ও ১১ ফেব্রুয়ারী
    ৫ম দিনে ২২০জনসহ মোট ৩ শত ৯১ জন ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন।
    উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল
    মামুন জানান, টিকা প্রদান কার্যক্রমের শর্ত শিথিল করায় সম্মুখ যোদ্ধা ছাড়াও
    ৪০ বছরের উর্ধ্বে সাধারন জনগন টিকা নিতে হাসপাতালে ভিড় করছেন। অনলাইনে
    রেজিস্ট্রেশন ছাড়াও স্পট রেজিস্ট্রেশন করে তাৎক্ষনিক টিকা প্রদানের ব্যবস্থা করা
    হচ্ছে। টিকা নিতে আসা এক ব্যবসায়ী খোকন তালুকদার জানান, টিকা
    গ্রহনের সময় তেমন কোন ব্যথা পাওয়া যায় না। নেই কোন রকম
    পার্শ্বপ্রতিক্রিয়াও। কোভিড-১৯ টিকা নিয়ে করোনা থেকে নিজেদের সুরক্ষিত
    রাখার কথাও বলছেন তারা। টিকা নিয়ে প্রয়োগের ভয়ভীতি যতটুকু ছিল, এখন তা
    একেবারেই নেই বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাই মানুষ এখন
    উৎসবমুখর পরিবেশে স্বপ্রনোদিত ভাবে টিকা নিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই
    মানুষ উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা হাসপাতালের টিকা
    কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।

    এস এম শামীম
    আগৈলঝাড়া, বরিশাল।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...