More

    বাচ্চু ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের ডাকাত বাচ্চু হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম এ রায় ঘোষণা করেন। বাচ্চু উপজেলার চরাদি গ্রামের আশ্রাফ আলী হাওলাদারের ছেলে।

    ২০০৯ সালের ১৭ অক্টোবর বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মোকলেস সিকদার।

    আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন মামলার এজাহারের বরাত দিয়ে জানান, একই বছরের ১৭ অক্টোবর রাত ৩টায় ১৫ সদস্যের ডাকাত দল সিঁদ কেটে তার ঘরে প্রবেশ করে। ঘরের লোকজনকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। এতে তার প্রায় ৫৬ হাজার টাকার ক্ষতি হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।

    মামলায় পুলিশ বাচ্চুকে গ্রেফতার করে আদালতে পাঠায়। বাচ্চু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলার তদন্তকারী এসআই জহুরুল ইসলাম ২০১০ সালের ৭ জুলাই বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

    এ মামলায় আট জনের সাক্ষ্যগ্রহণ শেষে ১৪ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন বিচারক। বাচ্চু পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বিএনপিতে মনোনয়ন সংকট: বিক্ষোভ–অবরোধ, আটকে ৪৩ আসন

    বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন আসনে বিক্ষোভ করছেন বাদ পড়া নেতাদের অনুসারীরা। বাকি ৬৩ আসনের...