More

    সাহান আরা আব্দুল্লাহ’র জন্মদিনে মুলাদীতে আ.লীগের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন, পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র সহধর্মিনী মুক্তিযোদ্ধা ও কেন্দ্রীয় মহিলা লীগ নেত্রী সাহান আরা আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে মুলাদী উপজেলা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন সুমন রাড়ির উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার পৌরসভার বায়তুল তাকাওয়া মসজিদে বাদ আসর সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

    দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সি, বঙ্গবন্ধু সৈনিকলীগের উপজেলা সভাপতি মুন্সি আবু বক্কর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবীন ও তানভির আহাম্মেদ প্রমুখ।

    সাহান আরা আবদুল্লাহ ‘৭৫ এর ১৫ আগস্টের জাতির পিতার সাথে বর্বোরোচিত নৃশংস হত্যাকান্ডে শহীদ সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের পুত্রবধূ ও তাঁর শিশু পুত্র সুকান্ত আবদুল্লাহ হত্যার প্রত্যক্ষদর্শী।

    ব্যক্তি জীবনে তিনি স্বামী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, একমাত্র কন্য কান্তা, বড় ছেলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুুল্লাহ, এফবিসিআইসি’র পরিচালক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ, বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন।

    ২০২০ সালের ৭ জুন কিংবদন্তি মহিয়ষী নারী সাহান আরা আবদুল্লাহ রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    জীবদ্দশায় বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ববি কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) ও হল সংসদ সংবিধি চূড়ান্ত

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (Barishal University Central Students’ Union – BUCSU) সংক্ষেপে...