বরিশাল নগরীর নবগ্রাম রোডের হাজী গলি এলাকা থেকে আটক মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মনিরের স্ত্রী ইসরাত জাহান মুনকে বেকসুর খালাস দেয়া হয়।
আসামি মনির হাজী গলির বাসিন্দা কালু সিকদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১০ সালের ২২ জুন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আজাহার আলী মিঞা সঙ্গীয় ফোর্স নিয়ে মনিরের বাসায় অভিযান চালান। সে সময় তার বাসা থেকে ৩১০ বোতল ফেনসিডিলসহ মুনকে আটক করলেও তার স্বামী মনির পালিয়ে যায়।
এ ঘটনায় একই দিন কোতয়ালি মডেল থানায় স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেন পরিদর্শক আজাহার আলী মিঞা। একই বছর ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আজাহার আলী মিঞা ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। পাঁচ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন।