More

    আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে সরস্বতী পুজা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ
    বরিশালের আগৈলঝাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর
    সুরের আরাধ্য দেবী সরস্বতীর পুজা অনুষ্ঠিত হয়েছে। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী
    তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন জগতে ভক্তদের পুজা গ্র্রহনের
    জন্য। ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন ভক্তির সাথ মহাসাড়ম্বরে। মঙ্গলবার সনাতন
    ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা
    প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। পুজা উপলক্ষে বিভিন্ন স্থানে
    সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছে। পুজার ধারাবাহিকতায় সনাতন
    বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করেছিল পুজার ঘট ও প্রতীমা। যার মধ্য দিয়ে
    পুজার আনুষ্ঠানিকতা সূচিত হয়। ধর্মীয় রীতিতে পত্যুষে দেবীকে দুধ, মধু, দই,
    ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা।
    স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীসহ অঞ্জলী প্রদানকারীরা বিদ্যার দেবী সরস্বতীর
    আরাধনা করে পুজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভক্তরা। পূজা
    শেষে প্রসাদ বিতরণ করা হয়েছে মন্দিরে আগত ভক্ত আর দর্শনার্থীদের মধ্যে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    অনলাইন ডেস্ক: বিতরণ লাইন মেরামত ও ট্রান্সফরমারের জরুরি সংস্কারকাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ...