More

    বরিশালে নিখোঁজ বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সিংহ বাড়ি এলাকার একটি খাল থেকে মো. বাবুল হাওলাদার নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার রাত সাড়ে ১০টার দিকে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

    পুলিশ জানিয়েছে, পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি স্থানীয় কারিকর বাড়ির কেয়ারটেকার ছিলেন। তার আসল নাম শিবু সোম হলেও তিনি পরিচয় আত্মগোপন করে ওই বাড়িতে কাজ করতেন। তাকে এলাকার সকলে বাবুল নামে চিনতো।

    এই শিবু সোম গত ৯ দিন পূর্বে একটি ইঞ্জিনচালিত ভ্যান নিয়ে নিখোঁজ হয়েছিলেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ভ্যানচালক ব্রিজ পারাপার হতে গিয়ে খালের মধ্যে মরদেহের মাথা দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরবর্তীতে বিমানবন্দর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

     

    বিমানবন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনিচুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান নিয়ে ব্রিজ পার হতে গিয়ে খালে পড়ে বাবুলের মৃত্যু হয়েছে। মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকার কারণে বিকৃত হয়ে গেছে।

    প্রাথমিক সুরতাহল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাকেরগঞ্জে টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া

    এম এইচ কামাল আকিরগঞ্জ বরিশাল প্রতিনিধি : টিকটকে আসক্ত হয়ে ঘর ছাড়লেন তিন সন্তানের জননী কেয়া বেগম নামে এক নারী...