বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কাজী মিরাজ মাহমুদ কে গন সংবর্ধনা দিয়েছেন তাঁর জন্মস্থান নগরীর ২১ নং ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোড বাসী। কাজী মিরাজ মাহমুদ ২৭ বছর যাবৎ সাংবাদিকতা পেশায় নিযুক্ত এবং বিগত আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।
তাই তাকে এলাকাবাসী এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়। এসময়ে এলাকার উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন বি.সি.সি- ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র-১, সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব, আলহাজ্ব আলতাব মাহমুদ সিকদার, যুবদল- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. এইচ. এম তসলিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জনাব জাহাঙ্গীর সিকদার, সাবেক ক্রীড়াবিদ ও সংগঠক কাজী ফিরোজ, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, সাংবাদিক আব্দুর রহিম, মোঃ জাহিদ তালুকদার, বরিশাল সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আলামিন মৃধা সহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সকলের একটাই কথা ছিল যে, যেখানে গুনীজনের কদর হয় না, সেখানে গুনীজন তৈরি হয় না। তাই অক্সফোর্ড মিশন রোড যেহেতু একটি পরিবার সেহেতু আমাদের পরিবার থেকে যারা গুনী, গন্যমান্য হবেন তাদেরকে আমরা অবশ্যই কদর করবো।