রিয়েল এস্টেট ব্যবসার নামে গ্রাহকদের ২৪ মাসে দ্বিগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
বুধবার দুপুরে, রাজধানীর সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সিআইডি পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিত। পরে, গ্রাহকদের অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে আত্মসাৎ করে কোটি কোটি টাকা। গ্রাহকদের টাকা নিয়ে ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে নতুন অফিস খুলে আবারো প্রতারণা করত তারা।
চক্রটি ৪ শতাধিক গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে পুলিশ। চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অভিযান চলছে বলে জানায় তারা।
