More

    রোজিনা ইসলামের মামলায় নারাজি আবেদন, ইআরএফের উদ্বেগ

    অবশ্যই পরুন

    ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) স্থায়ী সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার পর পিবিআইকে আরও তদন্তের নির্দেশ দেন আদালত। সাংবাদিক খালাস পাওয়ার পরও মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী ক্ষুব্ধ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইআরএফ।

    বুধবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইআরএফ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ মির্ধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম উদ্বেগ প্রকাশ করেন।

    ইআরএফ নেতারা বলছেন, মামলার বাদী রোজিনা ইসলামের বিরুদ্ধে ডিবি পুলিশের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার প্রায় ৭ মাস পর আবারও প্রতিবাদ জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী। এটা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়।

    এ মামলা থেকে অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেওয়ার আহ্বান জানান তারা।

    ১৭ মে, ২০২১, রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান এবং হয়রানির শিকার হন। প্রায় ছয় ঘণ্টা আটকে রাখার পর তাকে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’-এর অধীনে গ্রেপ্তার দেখানো হয়।

    মামলাটি তদন্ত করে গত জুলাইয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রোজিনা ইসলাম মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে বলা হয়, তার বিরুদ্ধে আনীত অভিযোগের সমর্থনে কোনো উপাদান পাওয়া যায়নি।

    মামলার বাদী স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিব্বির আহমেদ ওসমানী সম্প্রতি আদালতে হাজির হয়ে প্রতিবেদনে ক্ষোভ প্রকাশ করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...