More

    বকেয়া বেতন-ভাতার দাবিতে বরিশালে সাংবাদিক সমাবেশ

    অবশ্যই পরুন

    নিজস্ব প্রতিবেদক: ঈদের আগেই সাংবাদিকদের বেতন ও পূর্ণাঙ্গ উৎসব ভাতার দাবিতে বরিশালে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রোববার সকাল সাড়ে ১০টায় বরিশাল সাংবাদিক ইউনিয়নের (জেইউবি) উদ্যোগে এই সমাবেশ হয়। সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মনিরুল আলম স্বপন। ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ ব্যুরো প্রধান মো: রফিকুল ইসলাম’র স্বাগত বক্তৃতা দেন। চ্যানেল আই’র প্রতিনিধি সাঈদ পান্থ’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তৃতা দেন বরিশাল রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশন’র প্রতিনিধি মিথুন সাহা, বরিশাল সমাচারের বার্তা সম্পাদক মনবীর আলম খান, যুগান্তর’র অনিকেত মাসুদ, আজকের বার্তার মেহেদী হাসান তামিম, দক্ষিণবঙ্গ’র সাইদুর রহমান সাইদ প্রমুখ।
    এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে জন্য কাজ করে। কিন্তু তাদের অধিকার আদায়ে কাউকে কাছে পাওয়া যায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সব সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু সাংবাদিকদের বেতন বৃদ্ধি পায়নি। অধিকাংশ ক্ষেত্রে সরকার নির্ধারিত ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিকদের বেতন দেওয়া হয় না। তাই ঈদের আগে ওয়েজবোর্ড অনুযায়ী সাংবাদিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার আহ্বান করেছেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের নেতারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল ৬ ( বাকেরগঞ্জ) সংসীয় আসনে বিএনপি, জামাত দ্বিমুখী লড়াই তুঙ্গে। অবস্থান শক্ত করতে তৎপর ইসলামী আন্দোলন

     বরিশাল সংবাদ দাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৬ (বাকেরগঞ্জ) সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সাজানো...